সারাদেশ

দিরাইয়ে অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দিরাই পৌর শহরে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা ও ইজিবাইক অবাধে চলাচল করছে। যন্ত্রচালিত এসব বাহনের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে পায়ে চালিত রিকশার হাজারো শ্রমিককে। পরিবার নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন তারা। শহরে অটোরিকশা ইজিবাইক বন্ধে কয়েক বছর যাবত সাধারণ শ্রমিকরা আন্দোলন করছেন। কোন সুফল না পেয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হন তারা। হাইকোর্ট দিরাই পৌর এলাকায় অটোরিকশা ইজিবাইক চলাচল বন্ধের আদেশ দিলেও অদৃশ্য কারণে উচ্চ আদালতের আদেশ মানা হচ্ছে না। বেপরোয়া এসব অটোরিকশা ইজিবাইক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। মাঝে মধ্যে স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করে সাময়িক বন্ধ করলেও কদিন পরেই পুরোনো চেহারায় ফিরে শহরের রাস্তা।

পৌর এলাকায় এসব অবৈধ ব্যাটারিচালিত অটোরিক্সা ও ইজিবাইক বন্ধের দাবিতে ফের মানববন্ধন করেছে রিক্সা চালক ও মালিক সমিতির সদস্যরা। রবিবার বেলা ১১টার দিকে পৌর শহরের থানা পয়েন্টে রিক্সা চালক ও মালিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়।

মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা কফিল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, মোবাশ্বির মিয়া, বাচ্চু মিয়া, খালেক মিয়া, স্বপন মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দাবি করছেন, পৌর এলাকায় অবৈধ ব্যাটারি চালিত অটোরিক্সা ও ইজিবাইক চলাচলের সুবিধা করে দিচ্ছেন ট্রাফিক পুলিশ। তাদের অভিযোগ ব্যাটারি চালিত অবৈধ অটোরিক্সা ও ইজিবাইকের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা নিচ্ছেন ট্রাফিক পুলিশের লোকজন। যারফলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও পৌর এলাকায় এসব অবৈধ ব্যাটারিচালিত অটোরিক্সা ও ইজিবাইক বেপরোয়া ভাবে চলাচল করছে এবং প্রায় সময়ই ঘটছে অনাকাঙ্খিত দুর্ঘটনা। তবে এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক সার্জন নিকুঞ্জ দেবনাথ বলছেন,‘ আই ডোন্ট নো, আমি কিছু দিন হয় এখানে জয়েন করেছি, ট্রাফিক পুলিশ এক অব্যবস্থাপনার মধ্যে দিয়ে কাজ করছে, ব্যবস্থা নিতে গেলে শ্রমিকদের বাধার সম্মুখীন হতে হয়, আইনী প্রক্রিয়ায় দফায় দফায় আমরা ব্যবস্থা নেই, অসহায় শ্রমিকদের কথা চিন্তা করে কয়েকদিন আটকের পর ছেড়ে দেয়া হয়।’ এদিকে উচ্চ আদালতের নিষেধাঞ্জা থাকলেও স্থায়ী কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। থানা পুলিশ ও উপজেলা প্রশাসন মাঝে মধ্যে এসব অবৈধ যান আটক করলেও তা ছেড়ে দেয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং অবৈধ ব্যাটারি চালিত অটোরিক্সা এবং ইজিবাইকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap