রিকশা ভাড়া নিয়ে বিড়ম্বনা
মিজানুর রহমান পারভেজ :: দিরাই পৌর শহরে আমরা যারা প্রায়শই রিকশায় ছড়ি, হোক সেটা পায়েচালিত কিংবা মটরচালিত। অনেককেই দেখা যায়, রিকশা চালকের সাথে ভাড়া নিয়ে তর্কে জড়াতে। এমন ঘটনা হরহামেশাই ঘটে চলেছে। যাই হোক, যতদূর জানি রিকশা শ্রমিক ভাইদের ও রিক্সা মালিক ভাইদের একটা সংগঠন রয়েছে। মাঝেমধ্যে দাবী দাওয়া নিয়ে তাদেরকে অনেকটা সক্রিয় হতে দেখা যায়। এবারে কাজের কথায় আসা যাক, অনেকদিন পূর্বে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে রিকশা ভাড়ার একটা তালিকা টাঙানো থাকলেও এখন আর চার্টগুলো চোখে পরে না। এদিকে নির্দিষ্ট ভাড়া জানা না থাকায় ভাড়া নিয়ে প্রায়শই অনেক যাত্রীকে বিব্রতকর অবস্থার সম্মুখীন হতে দেখা যায়। যা সত্যিই অনাকাঙ্খিত। এ থেকে পরিত্রাণের উপায় হিসাবে বর্তমান বাজারের দ্রব্য মূল্যের সাথে সমন্বয় করে, পৌর এলাকার বিভিন্ন সড়কে রিকশা ভাড়া নির্ধারণ করে, শহরের বিভিন্ন পয়েন্টে সাইনবোর্ড আকারে তালিকা প্রকাশ করার জন্য দিরাই পৌরসভা, রিকশা শ্রমিক ও মালিক সমিতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং একই সাথে জোর দাবীও জানাচ্ছি।
লেখক :: প্রভাষক, আইসিটি দিরাই সরকারি কলেজ,দিরাই