দিরাই স্টেডিয়াম সংস্কারে বরাদ্দ দিলেন ড. জয়া সেনগুপ্ত এমপি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের দিরাই স্টেডিয়াম মাঠ সংস্কারে বরাদ্দ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি। মাটি ভরাটসহ আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করে মাঠটি খেলার উপযোগী করে গড়ে তুলতে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় সম্প্রতি ১৫ মে. টন চাল বরাদ্দ দেন তিনি।
দিরাই পৌর সদরে অবস্থিত স্টেডিয়ামটির বেহাল দশা অবগত হয়ে এমপি সংস্কারের উদ্যোগ নেন।
ভাটির জনপদ দিরাই উপজেলা ও পৌর এলাকার ফুটবল এবং ক্রিকেট ক্লাবগুলো এই মাঠে টুর্নামেন্ট আয়োজনসহ দৈনন্দিন অনুশীলন করে থাকে। স্টেডিয়ামে কোন নিরাপত্তা বেষ্টনী না থাকায় এটি গোচারণ, মাড়াই কাজসহ ট্রলি মিনি ট্রাকের অবাধ চলাচলে খেলাধুলার অনুপযোগী হয়ে উঠে।
স্থানীয় খেলোয়াড়রা স্টেডিয়ামে নিরাপত্তা দেয়াল দিয়ে মাঠটিকে সংরক্ষিত করার দাবী জানিয়ে বলেছেন, তা নাহলে যতোই সংস্কার করা হোক, কাজে আসবে না। কদিন বাদেই একই অবস্থায় ফিরে যাবে। স্টেডিয়াম সংস্কারে বরাদ্দ প্রদান করায় ড. জয়া সেনগুপ্তা এমপিকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
জানাযায়, ড. জয়া সেনগুপ্তা এমপির প্রচেষ্টায় দিরাইয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন। প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্লানিং সেকশনে রয়েছে। এটি বাস্তবায়িত হলে দিরাইয়ের ক্রীড়াবিদদের মাঠের সমস্যা অনেকটাই লাঘব হবে।