সাংবাদিক টিপু সুলতানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক টিপু সুলতানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিরাই প্রেসক্লাবের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার (১৮ অক্টোবর) বাদ জোহর দিরাই থানা মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা হাসান আলী। উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি আবু হানিফ চৌধুরী, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি ইমরান হোসাইন, দৈনিক মানবজমিন প্রতিনিধি মোশাহিদ আহমদ, দৈনিক দিরাই শাল্লা ডটকম সম্পাদক আবুল হোসাইনসহ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন। এছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে টিপু সুলতানের পরিবারের পক্ষ থেকে উপজেলাসদর এতিমখানার শিশুদেরকে একবেলা রান্না করা খাবার প্রদান করা হয়েছে। উল্লেখ্য, ২০১৬ ইং সনের ১৮ অক্টোবর মৃত্যবরণ করেন সাংবাদিক টিপু সুলতান। জীবদ্দশায় তিনি দৈনিক সমকাল পত্রিকার দিরাই শাল্লা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।