
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে একটি ওষুধের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিনগত রাতের কোন এক সময়ে পৌরসদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সুরঞ্জিত সেনগুপ্ত সড়কের শাহজালাল ফার্মেসিতে এ চুরির ঘটনা ঘটে। ফার্মেসীর স্বত্বাধিকারী চুনু মিয়া জানান, শনিবার মাগরিবের নামাজের পর দোকান তালাবদ্ধ করে বাসায় চলে যাই। পরদিন সকালে ফিরে দেখি দোকানের সাটারের তালা ভাঙ্গা। ভেতরে প্রবেশ করে বুঝতে পারি চুরি হয়েছে। তিনি বলেন, চুরেরা তালা ভেঙ্গে দোকান থেকে অন্ততঃ ৫০ হাজার টাকার ওষুধ নিয়ে গেছে। দিরাই থানা পুলিশকে চুরির ঘটনা মৌখিকভাবে জানানো হলে থানার এসআই সজীব ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।