সারাদেশ

দিরাইয়ে ডোবার পানিতে মিললো শিশুর লাশ, পরিবারের দাবী হত্যাকান্ড

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে দুর্জয় সরকার নামে ৮ বছর বয়সী এক শিশুর লাশ ডোবার পানি থেকে উদ্ধার করেছে স্বজনরা। শিশুর পিতা বলছেন, শিশুটিকে হত্যা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের রননারচর গ্রামে এঘটনা ঘটে। শিশুটি গ্রামের চন্দ্র কান্ত সরকারের পুত্র।

জানা যায়, শিশুটিকে পরিবারের লোকজন খোঁজাখুজি করে পাচ্ছিলেন না। একপর্যায়ে প্রতিবেশী স্বাধীন সরকারের বাড়ির ডোবার পানি থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। স্বজনরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। এদিকে একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর শিশুটির পিতা চন্দ্র কান্ত সরকার কলম শক্তি ডটকমকে বলেন, আমার ছেলে এতোটা অবুঝ নয়, সে পানিতে ডুবে মরতে পারে না। তার গালসহ শরীরের আরও দুয়েক স্থানে জখমের চিহ্ন রয়েছে। তদন্তের মাধ্যমে ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছেন তিনি।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, শিশুটির মৃত্যু নিয়ে পরিবার লোকদের অভিযোগ থাকায় লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap