নিরাপত্তা নিয়ে পূজা উদযাপন কমিটির সাথে দিরাই থানা পুলিশের মতবিনিময়

দিরাই প্রতিনিধি :: সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজাকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেছে দিরাই থানা পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় থানা ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন ওসি আশরাফুল ইসলাম। তিনি বলেন, শারদীয় দূর্গা পুজা উদযাপনে পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা সার্বক্ষনিক অব্যাহত থাকবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় করা নজর রাখবো আমরা। তবে এব্যাপারে সবাইকে সরকারি বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দূর্গা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুরঞ্জন রায়, সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়,প্যানেল মেয়র বিশ্বজিত রায়, দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, সাংগঠনিক সম্পাদক স্বাধীন চৌধুরী প্রমুখ।