সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে দিরাই প্রেসক্লাবের শোক

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সিলেটের সাংবাদিকতায় বটবৃক্ষ প্রখ্যাত সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে শোক জানিয়েছেন সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ আজিজ আহমদ সেলিমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।
বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সহসভাপতি শামসুল আলম, সোয়েব হাসান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, সদস্য ইমরান হোসাইন প্রমুখ।
আজিজ আহমদ সেলিম গত রোববার রাত সাড়ে ৮টার দিকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন।
কর্ম জীবনে আজিজ আহমদ সেলিম বাংলাদেশের প্রাচীনতম সংবাদপত্র সাপ্তাহিক যুগভেরীতে যোগদান করেন। ১৯৮৯ সালে আজিজ আহমদ সেলিম যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক হন। পরবর্তী সময়ে যুগভেরী দৈনিক হিসেবে যাত্রা করে। ১৯৯৩-৯৪ সেশনে তিনি সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে আজিজ আহমদ সেলিম সিলেট জেলা প্রেসক্লাব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন এবং পরে টানা দুইবার সভাপতি নির্বাচিত হন। তিনি দৈনিক উত্তরপূর্ব’র জন্ম থেকে প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বিটিভির সিলেট জেলা প্রতিনিধি হিসেবেও ইলেকট্রনিক মিডিয়ায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন।