আলতাব উদ্দিনের দাম্পত্য জীবনের সুবর্ণ জয়ন্তীতে দোয়া মাহফিল

দিরাই প্রতিনিধি :: বর্ষীয়ান রাজনীতিবিদ, সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন মাস্টারের দাম্পত্য জীবনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯৭০ সালের ২২ অক্টোবর সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের জাহানারা শরিফা বানুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে তাঁর দিরাইস্থ বাসভবনে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন, চন্ডিপুর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুর উদ্দিন ও দিরাই থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাসান আলী। এসময় উপস্থিত ছিলেন, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা শরীফ উদ্দিন, রাজনীতিবিদ আমিনুল ইসলাম আমিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, সদস্য ইমরান হোসাইন, দৈনিক মানবজমিন দিরাই প্রতিনিধি মোশাহিদ আহমদ, যুব নেতা নোমান আহমদ, শাহিয়ান কানন, সোহাগ রেজাসহ পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন। ৫০ তম বিবাহবার্ষিকীতে আমন্ত্রিত লোকজন আলতাব উদ্দিন মাস্টার ও তাঁর সহধর্মিণীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, আলতাব উদ্দিন ১৯৪৬ ইং সনে দিরাই চন্ডিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মঈন উদ্দিন ও মাতা আফতাবুন্নেছা। তিনি সিলেট এমসি কলেজে থেকে ১৯৬৫/৬৬ ইং সনে স্নাতক ডিগ্রী লাভ করেন। এরপর ঢাকা সেন্ট্রাল ল’কলেজে ভর্তি হলেও নানা প্রতিকূলতার জন্য কোর্স সম্পন্ন করতে পারেননি। তিনি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের আল-ফারুক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মহান পেশায় যোগদানের মধ্য দিয়ে কর্মজীবনে প্রবেশ করেন। ১৯৬৯/৭০ ইং সনে তিনি দিরাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ছাত্রজীবনেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ৬ দফা ও ১১ দফার পক্ষে প্রচারণা চালান এবং দিরাইয়ে আওয়ামীলীগের মজবুত ভিত্তি রচনায় অগ্রণী ভূমিকা রাখেন। ১৯৭০ ইং সনে প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের উপস্থিতিতে গঠিত দিরাই আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হন আলতাব উদ্দিন। ১৯৭১ সালে দিরাই এলাকায় মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত ৪ সদস্যের কমিটির সদস্য ছিলেন তিনি। ১৯৮৮ সালে করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৮ সনে দিরাই উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মনোনীত হন। কমিটি গঠনের ৩ মাসের মধ্যে সভাপতি তোফায়েল আহমেদ আমেরিকা গমন করলে আলতাব উদ্দিন দীর্ঘদিন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৪ সনে ধানমন্ডির কার্যালয়ে সাংগঠনিক সভায় সভানেত্রী শেখ হাসিনা সভায় উপস্থিত ভারপ্রাপ্ত সভাপতি সম্পাদকদের পুর্ণাঙ্গ সভাপতি সম্পাদক ঘোষণা করেন। ওই সভায় আলতাব উদ্দিন উপস্থিত থাকায় তিনি পুর্নাঙ্গ সভাপতির মর্যাদা লাভ করেন। ২০১৪ সালে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে দিরাই উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন।