দিরাই বাজার মহাজন সমিতির শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি :: হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিরাই বাজারের সর্বস্থরের ব্যবসায়ীসহ দেশের সকল হিন্দু ধর্মাবলম্বী নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে দিরাই বাজার মহাজন সমিতি। এক শুভেচ্ছা বাণীতে মহাজন সমিতি নেতৃবৃন্দ বলেন, বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গা পূজা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকদের দিরাই বাজার মহাজন সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করছি। শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক দুর্গা পূজা। শুভেচ্ছা বিবৃতিতে তারা আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি বাংলাদেশ। এই দেশ আমাদের সকলের। আমাদের প্রত্যাশা, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। বিবৃতিদাতারা হলেন, মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি নুরুল হক, কোষাধ্যক্ষ কামনাশীষ রায় লিটন, যুগ্ম সম্পাদক ফিরোজ মিয়া।