সারাদেশ

সহায়তা তালিকায় অনিয়ম, ইউপি সদস্য সজল দাসের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ঃ করোনাকালে সংকট থাকা কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তার তালিকাকরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির আশ্রয় নিয়েছেন দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য সজল দাস, এমন অভিযোগ এনে তালিকা বাতিল করে নতুন তালিকা প্রণয়ণের দাবিতে দিরাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দাখিল করেছেন রন্নারচর গ্রামবাসী। বৃহস্পতিবার গ্রামবাসীর পক্ষে নিশু আমরাজ তালুকদার, সাজু তালুকদার ও লিটন সরকার স্বাক্ষরিত দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, খসড়া তালিকার ৩৭১ নং ক্রমিকে উজ্জল দাস, ৩৭২ নং ক্রমিকে সুমিত দাস ও ৩৯০ নং ক্রমিকে বর্ণিত চঞ্চলা রানী দাস যাথাক্রমে ইউপি সদস্য সজল দাসের শ্যালক, ভাতিজা ও শাশুড়ী। ৬ নং ওয়ার্ডের বাসিন্দা হলেও এদের সকলকেই ৫ নং ওয়ার্ডে তালিকাভুক্ত করে নিয়েছেন সজল দাস। নিজের ওয়ার্ডের তার পিতা, ভাতিজা, ভায়রাসহ নিকটাত্মীয়রা রয়েছেন তালিকায়। এছাড়া প্রদত্ত তালিকায় ৩৭৩ নং ক্রমিকে উজ্জ্বলা রানী দাস, ৩৮৬ নং ক্রমিকে সোনাই শুক্লবৈদ্যের নামের পাশে ইউপি সদস্য সজল দাস মোবাইল নাম্বার রয়েছে, পাশাপাশি ৩৮৮ নং ক্রমিকে সজল দাসের বৌদি রুপালী দাসের নামের পাশে রয়েছে সজল দাসের স্ত্রীর মোবাইল নাম্বার। উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ বলেন, নিজের পরিবারের একাধিক সদস্যকে যেসব জনপ্রতিনিধি তালিকাভুক্ত করেছেন, এটি তারা জেনেশুনে করেছেন। তাই এটাকে ভুল নয়, বলতে হবে অন্যায়। এই অনিময়কারীদের কোন ছাড় দেয়া হবে না। ঈদের পর এসব অভিযোগে তদন্ত করে উর্ধতন পর্যায়ে প্রতিবেদন পাঠানো হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap