দিরাইয়ে ১৬ যাত্রী নিয়ে নৌকাডুবি, শিশুসহ নিহত ২

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা। নিহতের একজনের বয়স ৫৫-৬০ বছরের মধ্যে, আরেকজন শিশু বয়স আনুমানিক ১০-১২ বছর। ধারণা করা হচ্ছে তারা একই পরিবারে লোক। নিহত বৃদ্ধের গলায় হিন্দু ধর্মাবলম্বীদের ব্যবহৃত পৈতা (মালা) ছিল।
আজ শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলার তাড়ল ইউনিয়নের ধল বাজার সংলগ্ন কালনী নদীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দিরাই থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ধল যাওয়ার পথে উজানধল গ্রামের বাউল সম্রাট শাহ আবদুল করিমের বাড়ির পাশে কালনী নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। গ্রামের লোকজন নৌকা ও নিহত দুজনের লাশসহ যাত্রীদের উদ্ধার করেন।
এদিকে একই সময়ে মার্কুলী টুকের বাজার থেকে যাত্রীবাহী একটি নৌকা ধল বাজারে আসার পথে ধল বাজারের অদূরে বাদাইল্লা ব্রিজ এলাকায় ডুবে যায়। স্থানীয় লোকজন যাত্রীদের উদ্ধার করেন। এঘটনায় কেউ হতাহত হয়নি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল জানান, নৌকায় ১৬ জন যাত্রী ছিল। দুজনের লাশ ও বাকিদের জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। আর কেউ নিখোঁজ রয়েছে কি না তা দেখা হচ্ছে। নৌকার মালিক ধল গ্রামের সুজন মিয়া।
