আন্তর্জাতিক
লন্ডন মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পেলেন জুয়েল

যুক্তরাজ্য প্রতিনিধি :: যুক্তরাজ্যের লন্ডন মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি রাসেল আহমদ জুয়েল। লন্ডন যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন সুমন বাংলাদেশে নিজ এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি হিসেবে দেশে অবস্থান করায় রাসেল আহমদ জুয়েলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লন্ডন যুবলীগের সভাপতি তারেক আহমদ। রাসেল আহমদ জুয়েল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য যুবলীগ, লন্ডন মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।