দিরাইয়ে উপজেলা আওয়ামীলীগের পুজামণ্ডপ পরিদর্শন

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা পরিদর্শন করা হয়েছে। শনিবার বিকেলে দিরাই পৌরসদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পুরোহিত, ভক্ত ও দর্শনার্থীদের সাথে কথা বলেন আওয়ামীলীগ নেতারা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর, উপজেলা আওয়ামীলীগ নেতা আসাদ উল্লা, আওয়ামীলীগ নেতা ও মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন, জগদল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইফতিয়াক হোসেন মঞ্জু, ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজ চৌধুরী, জেলা পরিষদ সদস্য নাজমুল হক, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, যুবলীগ নেতা জিল্লুর রহমান, যুবলীগ নেতা সারোয়ার আহমদ, কামনাশীষ রায়, কুহিন মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক রাজীব রায়, ছাত্রলীগ নেতা সোহেল মিয়া, আফজাল আহমদ, ফায়েজ চৌধুরী প্রমুখ।