দুর্গাপূজায় নিরাপত্তা বিধানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

নিজস্ব প্রতিবেদক :: সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজায় নিরাপত্তা বিধানে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের দিরাইয়েও সফলভাবে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। উপজেলার ৬৫ টি পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৮ টি ভ্রাম্যমাণ টিম দিবারাত্র কাজ করছে। জানা যায়, দিরাই পৌরসদরসহ উপজেলার ৯টি ইউনিয়নের ৬৫টি পূজামণ্ডপে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবের শুরু থেকে সোমবার সমাপনী দিন পর্যন্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৮০ জন সদস্য মণ্ডপে-মণ্ডপে শিফটিং পদ্ধতিতে দায়িত্ব পালন করছেন। দিরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ডালিম মিয়া এই কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। তিনি জানান, উপজেলায় ৬৫ টি পূজা মণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা বিধানে কাজ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। দুর্গম এলাকার জন্য ৫ টি ট্রলার, একটি লেগুনা ও ৪টি মোটরসাইকেল করে পূজামণ্ডপের শৃঙ্খলা রক্ষায় কাজ করেছি আমরা। প্রতি বছর মণ্ডপে-মণ্ডপে আনসার বাহিনী নিয়োগ দেয়া হলেও এবছর সরকারি নির্দেশনায় আনসারের পাশাপাশি গ্রাম প্রতিরক্ষা বাহিনীও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। দুর্গা পূজার শুরু থেকে আজ বিজয়া দশমী পর্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করার জন্য দায়িত্বরত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।