রাজনীতিসারাদেশ

দিরাইয়ে তিন ধারায় বিভক্ত হয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে তিন ধারায় বিভক্ত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যুবদলের নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিরাই উপজেলা ও পৌর যুবদলের ব্যানারে পৃথকভাবে কর্মসূচি পালন করেন তারা। কমিটি গঠন কে কেন্দ্র করে যুবদলের অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকট আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন নেতাকর্মীরা।

দিরাই শাল্লার সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী অনুসারী যুবদল নেতাকর্মীদের আয়োজনে মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সাবেক সভাপতি মঈনুদ্দিন চৌধুরী মাসুকের সভাপতিত্বে ও যুবদল নেতা আল মরিয়াদ তনয় এর সঞ্চালনয় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক সরদার, বিএনপি নেতা আবু সাঈদ চৌধুরী, অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা সজীব রশীদ চৌধুরী, যুবদল নেতা রফিকুল হক চৌধুরী টিপু, ছাত্রদল নেতা শাহআলম, জুনায়েদ মিয়া, মেহেদী হাসান সহ আরও অনেকে।

একই সময়ে সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল এর অনুসায়ী যুবদল নেতাকর্মীদের আয়োজনে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সুনামগঞ্জ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক লিপন হাসান চৌধুরীর সভাপতিত্বে ও সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মিলাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির তালুকদার, বিএনপি নেতা সোয়েব হাসান চৌধুরী, সাবেক কাউন্সিলর ইয়াহিয়া চৌধুরী, সাবেক ইউপি সদস্য আলী হোসেন, মানিক মিয়া তালুকদার, আতিকুল ইসলাম আতিক, যুবদল নেতা জুয়েল তালুকদার, রেজাউল করিম চৌধুরী, মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ।

এছাড়া সুনামগঞ্জ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মো. মাইদুল হোসেন চৌধুরীর নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করা হয়েছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap