সারাদেশ

ফ্রান্সে মহানবী (সা:)-এর ব্যঙ্গচিত্র, সিলেটে দুই সংগঠনের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক :: ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে অবমাননার প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিলেটস্থ ন্যাশনালিষ্ট অনলাইন এ্যাকটিভিষ্ট ফোরাম ও দিরাই-শাল্লা ইয়ুথ ফোরাম এর যৌথ উদ্যোগে বুধবার (২৮অক্টোবর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ন্যাশনালিষ্ট অনলাইন এ্যাকটিভিষ্ট ফোরাম সিলেটের সভাপতি কামরান হোসেন হেলালের সভাপতিত্বে ও দিরাই-শাল্লা ইয়ুথ ফোরামের সভাপতি মিজানুর রহমান পাবেলের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপির সহ-সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদি।

বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ফকরুল ইসলাম রুমেল, দিরাই-শাল্লা ইয়ুথ ফোরামের উপদেষ্টা মহসিন সরদার, মাহবুবুল হাসান মনি, জেলা বিএনপির সাবেক সদস্য হাসান মঈন উদ্দিন আহমদ মইনুল, কামরুল হাসান, সাইদুর রহমান, দিরাই-শাল্লা ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, কৃষ্ণ ঘোষ, নির্ঝর রায়, মকবুল হোসেন, ন্যাশনালিষ্ট এডুকেশন ট্রাষ্টের সভাপতি আবু বক্কর সিদ্দিকী, হুমায়ুন রশিদ, সজিব আহমেদ, আলেক হোসেন, জুনায়েদ আহমেদ রাফি, তাজুর ইসলাম, মেহেদী হাসান, ফয়সল আমিন, নয়ন, হাবিব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী বলেন, সর্বশ্রেষ্ট নবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ফ্রান্স সরকারের পৃষ্টপোষকতায় ব্যঙ্গচিত্র প্রদর্শন ও নোংরামীর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এর আগেও ফ্রান্স অনেক নোংরামী করেছিলো নবীজি (সা:) কে নিয়ে। কিন্তু মুসলমান বিশ্ব একত্রিত হয়ে প্রতিবাদ করায় ফ্রান্স পিছু হটতে বাধ্য হয়। ৯০ভাগ মুসলমানের দেশ হয়েও আমাদের সরকার প্রধান এই ন্যাক্কারজনক ঘটনার কোন প্রতিবাদ ও বিবৃতি না দেয়ায় আমরা হতাশ ও ক্ষুব্ধ।

জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ বলেন- মুসলিম দেশের প্রধানমন্ত্রী হয়েও হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ব্যঙ্গচিত্র ও নোংরমির প্রতিবাদ না করায় আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি। অনতিবিলম্বে রাষ্ট্র এর প্রতিবাদ না জানালে মুসলিম সম্প্রদায় আন্দোলন নামবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap