মহানবী (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র, দিরাইয়ে বিক্ষুব্ধ মুসলিমদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক :: ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হজরত মোহাম্মদ (সাঃ) কে উদ্দেশ্য করে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম’আ উপজেলা হেফাজতে ইসলাম এই বিক্ষোভের ডাক দিলেও এতে দল মত নির্বিশেষে হাজারো মুসলিম ধর্মাবলম্বী মানুষ অংশ নেন। জুমা’আর নামাজ শেষ হবার পরপরই দিরাই পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল এসে মধ্যবাজার শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে সমবেত হন। এরপর সেখান থেকে বিশাল একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে থানা পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। ছাত্র জমিয়ত নেতা মাওলানা শিহাব উদ্দিন ও মাওলানা ওবায়দুল হকের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, প্রখ্যাত আলেম মাওলানা আজিজুর রহমান, মাওলানা মোজাম্মিল হোসেন, মাওলানা আব্দুল হাই, মাওলানা মহিউদ্দিন ক্বাসেমী, মাওলানা এবিএম নোমান, মাওলানা এনামুল হক, মাওলানা মোক্তার হোসেন, মাওলানা খালেদ আহমদ জায়িম, মাওলানা আবিদুর রহমান, মাওলানা জিয়াউল করিম প্রমুখ।
সমাবেশ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো’র কুশপুত্তলিকা দাহ করা হয়।