বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে দিরাইয়ে আলোচনা সভা

রবিনুর চৌধুরী, দিরাই:: ‘মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, ভাটি বাংলা যুব পরিষদের সভাপতি জিয়াউর রহমান লিটন, এমকে যুব ফাউন্ডেশনের সভাপতি মো. মোস্তাহার মিয়া মোস্তাক, দিশারী সমাজ সচেতন যুব সংঘের সভাপতি রুকনুজ্জামান জহুরী, সফল যুব সংগঠক মো. নেজাবুল ইসলাম, সফল আত্মকর্মী মো. মিজানুর রহমান। উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহা, শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ইদ্রিস আলী প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মাওলানা খালেদ আহমদ জায়িম, গীতা পাঠ করেন ভাটি বাংলা যুব পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস।