সারাদেশ

দিরাইয়ে কর্নগাঁও বাজারে তৌহিদী জনতার বিক্ষোভ

রবিনুর আহমদে, দিরাই :: ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হজরত মোহাম্মদ (সাঃ) কে উদ্দেশ্য করে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের দিরাই-মদনপুর সড়কের কর্ণগাঁও বাজারে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুম’আ স্থানীয় তৌহিদী জনতার আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভে ইউনিয়নের মকসদপুর, বদলপুর, পুরাতন কর্নগাঁও, নতুন কর্নগাঁওসহ পার্শ্ববর্তী এলাকার দলমত নির্বিশেষে হাজারো মুসলিম ধর্মাবলম্বী মানুষ অংশ নেন। জুম’আর নামাজ শেষ হবার পরপরই বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল এসে কর্ণগাঁও বাজারে সমবেত হন। এরপর সেখান থেকে একটি মিছিল বের হয়ে মদনপুর সড়কে পঞ্চগ্রাম মাদ্রাসা প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন, মাওলানা আবুল ফজল। সঞ্চলনায় করেন, মুফতি বদরুল ইসলাম। বক্তব্য রাখেন, ইলিয়াস আহমদ, মাওলানা ওয়াকিব ইসলাম, মাওলানা দবিরুল ইসলাম, বশির আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, ইমাম আবু সুফিয়ান, মাওলানা, গোলাম মোস্তাফা, সাবেক ই/পি সদস্য আব্দুল আজিজ মিয়া, লাল মিয়া, আব্দুল মালেক, খাঁন উল্লাহ্, জাফর ইকবাল চৌধুরী, মাওলানা জাকারিয়া হোসেন, সদরুল ইসলাম, সুজাত মিয়া, আল কাইয়ূম, রবিনুর আহমেদ, জামিল হোসেন, ফারহান মিয়া , মুহিবুর রহমান, রাজু, জাসেল, জুনায়েদ মিয়া, কাউসার প্রমুখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap