দিরাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন
দিরাই(সুনামগঞ্জ) প্রতিনিধি: সমবায়ই শক্তি-সমবায়ই মুক্তি, বঙ্গবন্ধুর দর্শন- সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে সমবায়ীদের অংশগ্রহনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের উদ্যোগে বেলা সাড়ে ১১টায় উপজেলা গণমিলনায়ত হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লা’র সভাপতিত্বে এবং ভাটিবাংলা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির নির্বাহী সদস্য ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার রাজ মনি সিংহ। অন্যদের বক্তব্য রাখেন, ভাটিবাংলা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সভাপতি প্রশান্ত সাগর দাস, পল্লী বাংলা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সভাপতি কানু রঞ্জন দাস, বলাকা কৃষি সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম, রাচ কৃষি সমবায় সমিতির সভাপতি যতীন্দ্র কুমার দাস, দিগন্ত কৃষি সমবায় সমিতির সভাপতি হোসনে আরা বেগম প্রমুখ। এরপর গত বৈশাখী মৌসুমে করোনাকালীন সময়ে হাওরে ধানকাটার শ্রমিক সংকটে বিনাপারিশ্রমিকে কৃষকদের ধানকাটায় অবদান রাখার জন্য ভাটিবাংলা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেডকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।