নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে মানসম্মত ফুটবলার তৈরীর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ফুটবল কোচিং প্রতিষ্ঠান দিরাই এফসি একাডেমি। পথচলা শুরু উপলক্ষে সম্পুর্ন বিনা খরচে পুরুষ ও নারী ফুটবলারদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটি। শনিবার বিকেলে দিরাই উচ্চ বিদ্যালয় মাঠে দিরাই এফসি একাডেমী উদ্বোধন ও ফ্রি ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ। এ-উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় একাডেমির সভাপতি এহসান উদ্দিনের সভাপতিত্বে ও আহমেদুল হক সুভাষ এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. সফি উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি সৌমিত্র রায় তাপস, দিরাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান, প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়ন, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, যুবনেতা হারুন অর রশিদ, মকসদ আলম, অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, মহিউদ্দিন মিলাদ, জুয়েল তালুকদার, রশিদ মিয়া, সুমন মিয়া, শাহিন মিয়া প্রমুখ। একাডেমি সূত্রে জানা যায়, বাফুফে অনুমোদিত এএফসি’র সনদ প্রাপ্ত ফুটবল কোচ হুমায়ুন কবির খোকন খেলোয়াড়দের প্রশিক্ষণ প্রদান করবেন।