রাজনীতিসারাদেশ

দিরাইয়ে পৃথকভাবে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পৃথক কর্মসূচী পালনের মধ্য দিয়ে পালন করেছে দিরাই যুবলীগের বিবদমান দু’পক্ষ।

মঙ্গলবার (১১নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার আহমদ ও সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার নেতৃত্বে উপজেলা ও পৌর যুবলীগ নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কেক কাটা, র‌্যালি, আলোচনা সভা, দুস্থদের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে। বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব আহমদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আসাদ উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহজাহান সরদার, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগ নেতা ফারুক সরদার, লালন মিয়া, মুজিবুর রহমান, জিল্লুর রহমান, পৌর কাউন্সিলর সবুজ মিয়া, শ্রমিক লীগ নেতা কফিল উদ্দিন, যুবলীগ নেতা শফিক মিয়া, কামরুজ্জামান কামরুল, কামনাশীষ রায়, পৌর যুবলীগের সহসভাপতি রাহাত মিয়া রাহাত, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, পৌর যুবলীগ নেতা মোহন মিয়া, বেলাল আহমদ, কোহিনুর মিয়া, মনির মিয়া, হেলু মিয়া, সাইদুর মিয়া। উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক রাজীব রায়, ছাত্রলীগ নেতা মো. সোহেল মিয়া, আফজাল আহমেদ, জাহাঙ্গীর আলম মোহন, শুভ তালুকদার, সাজু তালুকদার, মাসুম আহমেদ প্রমুখ।

এদিকে উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের নেতৃত্বে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কেক কাটা, র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপন ও মাস্ক বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করে। বেলা ৩ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়ের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রায়হান মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, আওয়ামীলীগ নেতা আরিফুজ্জামান চৌধুরী এহিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিশ^জিৎ রায়, যুবলীগ নেতা শাহআলম সরদার, রুবেল সরদার, ইকবাল সরদার, আজহারুল ইসলাম, হাসান চৌধুরী, ময়না মিয়া, সায়মল মিয়া, ছাত্রলীগ নেতা সায়েল চৌধুরী।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap