সারাদেশ
দিরাইয়ে সিআইজি কৃষক প্রশিক্ষণ

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে ২০২০-২১ অর্থবছরে এনএটিপি-২ প্রকল্পের আওতায় উৎপাদনশীলতা বৃদ্ধি ও সিআইজি ব্যবস্থাপনা বিষয়ে সিআইজি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ সেন্টারে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মোট ৬০ জন কৃষক কৃষাণী এতে অংশ নেন। প্রশিক্ষণ পরিচালনা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. শাহিন আলম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম।