জাতীয়

অতিরিক্ত মুল্যে পেঁয়াজ আমদানি করে বিপাকে ব্যবসায়ীরা

কলম শক্তি ডেস্ক :: অতি চাহিদার পেঁয়াজ এখন আমদানিকারক আর ব্যবসায়ীদের জন্য রীতিমতো গলার কাটা। লাভের আশায় বিভিন্ন দেশ থেকে অতিরিক্ত পেঁয়াজ আনায় চট্টগ্রামের খাতুনগঞ্জে আমদানি মূল্যের চেয়ে কমদামে বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের। তার সাথে যোগ হচ্ছে নিম্নমান আর শিঁকড় বাকড় গজানো নষ্ট পেঁয়াজ। সময়মতো বিক্রি করতে না পারায় আমদানি করা পেঁয়াজে উঠে গেছে শিকড়-বাকড়। চট্টগ্রামের পাইকারী ব্যবসাকেন্দ্র খাতুনগঞ্জের আড়তে আড়তে পেঁয়াজের শোচনীয় অবস্থা। পেঁয়াজ বিক্রেতারা বলেন, চীন, মিয়ানমান পাকিস্তানসহ অন্তত ১০টি দেশ থেকে এবার আমদানি হয়েছে পেঁয়াজ। যার অনেকগুলো নিম্নমানের। ফলে গুদামে পড়ে থাকায় তা বিক্রির অনুপযুক্ত হয়ে পড়ছে। যা বিক্রি হচ্ছে আমদানি খরচের থেকেও কম দামে। এবার নতুনভাবে পেঁয়াজ আমদানি হয়েছে ইরান, আফগানিস্তান, নিউজিল্যান্ড, নেদার‍ল্যান্ড থেকে। একসাথে এত দেশ থেকে চাহিদার অতিরিক্ত পেঁয়াজ আসায় হঠাৎ করে কমে গেছে দাম। এছাড়াও দাম বাড়ার আশায় অনেক আমদানিকারক বন্দর থেকে সময়মতো খালাস না করায় নষ্ট হয়ে গেছে বিপুল পেঁয়াজ। সংকট সামাল দেয়ার অজুহাতে অনিয়ন্ত্রিতভাবে আমদানির অনুমতি দেয়ায় বাজার ভরে যায় পেঁয়াজে। ফলে কেনা দামে পেঁয়াজ বিক্রি করতে না পেরে ক্ষতির মুখে পড়েছেন অনেক আমদানিকারক

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap