জাতীয়

চট্টগ্রামে গ্যাস লাইনে বিস্ফোরণ ; ভবন ধসে নিহত ৭

কলম শক্তি ডেস্ক ঃ চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণে সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। রবিবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে পাথরঘাটার বড়ুয়া ভবনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি এ তথ্য জানান। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চট্টগ্রামের এ্যানি বড়ুয়া (৪৩) ও কক্সবাজারের উখিয়ার নজরুল ইসলাম (৩১)। গ্যাস লাইনে বিস্ফোরণের পর দেয়াল ভেঙে পড়ে গ্যাস লাইনে বিস্ফোরণের পর দেয়াল ভেঙে পড়ে। পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, ‘বড়ুয়া ভবনের সামনে গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ১৭ জনকে হাসপাতালে পাঠিয়েছি। এদের মধ্যে সাত জন মারা গেছেন বলে শুনেছি। বিস্ফোরণের কারণে একটি দেয়াল ধসে পড়েছে। আমরা সেটি অপসারণ করে আর কেউ হতাহত আছে কিনা দেখছি। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।’ বিস্ফোরণের পর উৎসুক জনতার ভিড় বিস্ফোরণের পর উৎসুক জনতার ভিড় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘পাথরঘাটা গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে সাত জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap