সারাদেশ

দিরাইয়ে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন

দিরাই প্রতিনিধি :: দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে কর্তৃক সুনামগঞ্জ জেলার দিরাই পৌর সদরে পরিচালিত বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার পরিদর্শন করেছেন সংগঠনটির সাবেক সভাপতি ও উপদেষ্টা ড. সামছুল হক চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে তিনি পরিদর্শন যান এবং সেখানে প্রশিক্ষনার্থী ও প্রশিক্ষকদের সাথে কিছুটা সময় কাটান। তিনি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার দিরাই উপজেলা প্রতিনিধি মোশাহিদ আহমদ, যুব নেতা সুমন শহীদ, মো. সুজন আহমদ, প্রশিক্ষক রতন সূত্রধর, জলি রানী দাসসহ প্রশিক্ষনার্থীরা। উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক সমাজসেবামূলক সংগঠন দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় অস্বচ্ছল বেকার যুবক-যুবতীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে বিগত ২০১৯ সনে দিরাই পৌর সদরে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার চালু হয়। প্রতি ব্যাচে অর্ধশতাধিক প্রশিক্ষনার্থী সম্পুর্ন বিনা খরচে এই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছে। ইতোমধ্যে ৫ টি ব্যাচের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap