দিরাই থানা পাবলিক গ্রুপের দুই উপদেষ্টা সংবর্ধিত

দিরাই প্রতিনিধি :: ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন দিরাই থানা পাবলিক গ্রুপের দুই উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের ও মুসলেহ উদ্দিন চৌধুরী মিলনের স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংগঠনের উদ্যোগে বুধবার দুপুরে দিরাই কলেজ রোডস্থ জমিয়তের কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনু্ষ্টানে সভাপতিত্ব করেন গ্রুপের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম টিপু। তথ্য প্রযুক্তি সম্পাদক রুম্মান আহমেদ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দিরাই মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, সুরমা কলেজের প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের এবং মুসলেহ উদ্দিন চৌধুরী মিলন।
উপস্থিত ছিলেন, উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আখলাকুর রহমান, সহ-অর্থ সম্পাদক হাফিজ লোকমান আহমেদ, ক্রীড়া সম্পাদক শাফিউল করিম, সহ-সাংস্কৃতিক সম্পাদক আমজাদ সরদার, পরিবেশ বিষয়ক সম্পাদক লিমন আহমেদ, সহ পরিবেশ সম্পাদক সায়েম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক ইজাজুর রহমান প্রমুখ। বক্তব্য শেষে সংবর্ধিত অতিথি ব্যারিষ্টার আব্দুল মজিদ তাহের ও মুসলেহ উদ্দিন চৌধুরী মিলন’র হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সদস্যরা।
এছাড়া গ্রুপের আয়োজনে রচনা প্রতিযোগিতার ১৩ তম পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীরা হলেন, প্রথম বিজয়ী সুফিয়ান সরদার মিলাদ, দ্বিতীয় বিজয়ী আরিফুল ইসলাম তানভীর, তৃতীয় বিজয়ী সিরাজুল ইসলাম রাজু মুনসী।