সুনামগঞ্জে কর্মহীনদের মাঝে অ্যাডভোকেট জয়শ্রী দেব বাবলীর খাদ্য সহায়তা প্রদান

আল-হেলাল,সুনামগঞ্জ : করোনা মহামারীর কারণে কর্মহীন এবং ৩ বারের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরন অব্যাহত রেখেছেন সুনামগঞ্জের বিশিষ্ট আইনজীবী জয়শ্রী দেব বাবলী। তিনি সুনামগঞ্জ শহরের অকাল প্রয়াত বিশিষ্ট সমাজসেবক বাবু হীরেন্দ্র দেব সমীর ও শিক্ষিকা গীতাঞ্জলী রায়ের একমাত্র কন্যা। সোমবার দিনব্যাপী বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের বাঘমারা ও ভাটিপাড়া গ্রামের দরিদ্র নারীপুরুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরন করেন তিনি। আইনজীবী ও সমাজ সেবক জয়শ্রী দেব বাবলী ইউনিয়ন,উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে নির্বাচিত কোনও জনপ্রতিনিধি নন। কিন্তু ছোট বেলা থেকেই তার ইচ্ছে সুনামগঞ্জের হাওর অঞ্চলের অসহায় মানুষের জন্য কিছু করবেন। তাদের সুখে-দুঃখে পাশে থাকবেন। আর সে চেস্টা তিনি অব্যাহত রেখেছেন। ৩ বারের বন্যায় মানুষ যখন পানিবন্দি হয়ে পড়েন, ঠিক তখন কোভিড-১৯ সহ ঝড়, বৃষ্টি ও বন্যা উপেক্ষা করে জয়শ্রী দেব বাবলী ছুটে যাচ্ছেন হাওর অঞ্চলের মানুষের জন্য শুকনো খাবার নিয়ে। আবার যাদের মাথা গোঁজার একমাত্র আশ্রয় বন্যার পানিতে ভেসে গিয়েছে তাদেরকে নগদ অর্থ দিচ্ছেন নতুন ঘর নির্মাণের উদ্দেশ্যে। গত ২ সপ্তাহ যাবৎ সদর উপজেলার রঙ্গারচর,জাহাঙ্গীরনগর,গৌরারং,সুরমা ও লক্ষনশ্রী ইউনিয়নের বিভিন্ন গ্রামে নৌকাযোগে পানিবন্দি মানুষের ঘরে ঘরে গিয়ে চিড়া,গুড়,আটা,চিনি,সেমাই,নুডুলস,বিস্কুট,ওরস্যালাইন সহ বিভিন্ন রকমের শুকনো খাবারও পৌছে দেন তিনি। এসময় বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক জয়শ্রী দেব বাবলী বলেন, পানিবন্দী মানুষের মাঝে নিজ উদ্যোগে খাদ্য সহায়তা ও এবং কোভিড-১৯ থেকে হাওর অঞ্চলের মানুষকে সুরক্ষিত রাখার লক্ষ্যে শুকনো খাবারের পাশাপাশি মাস্কও বিতরণ করছি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানুষের পাশে থাকার চেষ্টা করবো”।