দিরাই পৌরসভা নির্বাচন, নৌকা পেলেন বিশ্বজিৎ রায়

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনে বিশ্বজিৎ রায় কে নৌকা প্রতীকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামীলীগ। শনিবার বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রথম ধাপে অনুষ্ঠিত দেশের ২৫ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়। আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত পৌরসভা নির্বাচনে দল মনোনীত প্রার্থী তালিকা সূত্রে এ তথ্য জানা যায়। বিশ্বজিৎ রায় দিরাই পৌরসভার বর্তমান প্যানেল মেয়র ও ৩ বারের নির্বাচিত কাউন্সিলর। তিনি দিরাই সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও উপজেলা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। এ-র আগে মনোনয়ন প্রত্যাশী তিনজনের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠায় দিরাই আওয়ামীলীগ। এঁরা হলেন, বর্তমান মেয়র মোশাররফ মিয়া, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লা, যুবলীগ নেতা বিশ্বজিৎ রায়।