দিরাই পৌরসভা নির্বাচনে হাফিজ লোকমান আহমদকে জমিয়তের প্রার্থী ঘোষণা
দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে হাফিজ মাওলানা লোকমান আহমদ কে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে পৌর জমিয়তের আয়োজনে অনুষ্ঠিত সভায় দলের প্রার্থী হিসেবে হাফিজ লোকমান আহমদের নাম ঘোষণা করেন উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি শায়খ মাওলানা মাহবুবুল হক চৌধুরী। হাফিজ লোকমান আহমদ সিলেট মাদরাসাতুল কুরআন ওয়াস সুন্নাহ’র প্রতিষ্ঠাতা পরিচালক ও দিরাই পৌর জমিয়তের সাবেক সভাপতি। তিনি দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হোছাইন আহমদের পুত্র। পৌর জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল কাহারের সভাপতিত্বে ও জমিয়ত নেতা মাওলানা সোহেল আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার ৯ নং ওয়ার্ডে জমিয়ত মনোনীত কাউন্সিলর প্রার্থী মাওলানা হেলাল আহমদ, উপজেলা জমিয়ত নেতা মাওলানা নূর উদ্দিন আহমদ, মাওলানা এনামুল হক, পৌর জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ, পৌরসভার ৫ নং ওয়ার্ডে জমিয়ত মনোনীত কাউন্সিলর প্রার্থী মাওলানা জাহির আলম, পৌর যুব জমিয়ত সভাপতি হাফিজ শাব্বির আহমদ, সাধারণ সম্পাদক এম ফয়সল আহমদ খোকন, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী, ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা মুহাম্মদ মিয়া, সাধারণ সম্পাদক জিয়াউল করিমসহ উপজেলা, পৌর জমিয়ত ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।