ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য গঠন

নিজস্ব সংবাদদাতা :: সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য গঠন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ শেষে সভায় উপস্থিত অভিভাবক ও এলাকাবাসীর মতামতের ভিত্তিতে দুইজন পুরুষ ও দুইজন মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়। নির্বাচিত অভিভাবক সদস্যরা হলেন, সাংবাদিক সৈদুর রহমান তালুকদার, শফিউর রহমান পিন্টু। মহিলা সদস্যরা হলেন নাজিরা চৌধুরী ও লুবনা বেগম।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি মাহমুদুল হাসান চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক লুৎফুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজান কাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদুল ইসলাম। বক্তব্য রাখেন পিটি আই সভাপতি সাবেক ইউপি সদস্য মহিবুর রহমান, সাবেক সদস্য তালুকদার শাহ আলম দীপ, ইউপি সদস্য রাছিন আহমেদ চৌধুরী প্রমুখ।
বক্তব্যে ইউপি চেয়ারম্যান শাহজান কাজী বলেন, আমাদের গ্রামের ঐতিহ্য হচ্ছে আমাদের মধ্যে বিদ্যমান সম্প্রীতি। এটিকে ধরে রাখতে হবে। আমি ধন্যবাদ জানাই বিগত কমিটিতে যারা বিদ্যালয়ের উন্নয়নে নিরলসভাবে কাজ করে শিক্ষাকে এগিয়ে নিয়ে গেছেন। আজকের এই বিশাল অভিভাবক ও মা সমাবেশে সকলের উপস্থিতি সত্যি প্রশংসার দাবি রাখে। আমরা প্রতিটি কমিটি সবার মতামতে গঠন করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ আলোচনার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন তাঁদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আশাকরি বিদ্যালয়ের উন্নয়নে আপনারা ভূমিকা রাখবেন।
সভাপতির বক্তব্যে মাহমুদুল হাসান চৌধুরী বলেন, আমাদের সবার মতামতে যে ৪ জন অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন তাঁদের জন্য শুভ কামনা রইল। আশাকরি বিদ্যালয়ের উন্নয়নে ও শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন।
প্রধান শিক্ষক লুৎফুর রহমান বলেন, ধন্যবাদ জানাই এলাকার সম্মানিত অভিভাবকবৃন্দদের আপনাদের মতামত ও সহযোগিতায় একটি সুন্দর কমিটি গঠন হয়েছে।