দিরাই পৌরসভা নির্বাচন : দুই তরুণের বাজিমাত
নিজস্ব প্রতিবেদক :: রাজনীতি সচেতন এলাকা সুনামগঞ্জের দিরাই। দিরাই পৌরসভার ভোট ২৮ ডিসেম্বর। নির্বাচনে মেয়র পদে তরুণ নেতৃত্বেই আস্থা রেখেছে বড় দুই দল। আওয়ামীলীগ ও বিএনপির মনোনয়ন ভাগিয়ে নিতে সম্ভাব্য ৬ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় অবশেষে জয়ী দুই তরুণ নেতা। এঁরা হলেন, আওয়ামীলীগ মনোনীত বিশ্বজিৎ রায় ও বিএনপি মনোনীত অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী। দুই দলের হেভিওয়েট প্রার্থীদের টেক্কা দিয়ে শেষ হাসি হাসেন তাঁরা।
হাওর বেষ্টিত জনপদ দিরাই পৌরসভায় এটি চতুর্থ নির্বাচন। মেয়র পদে আওয়ামীলীগ ও বিএনপির মনোনয়নে অংশ নিতে তৎপর ছিলেন বেশ কয়েকজন নেতা। বিশ্বজিৎ রায় ছাড়াও বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আসাদ উল্লা আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীর পাশাপাশি দলটির মনোনয়ন প্রত্যাশী ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল কাইয়ুম, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবীর তালুকদার। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তরুণ নেতৃত্বেই আস্থা রেখেছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল।
দিরাই পৌরসভা প্রতিষ্টার ২১ বছরে অনুষ্টিত প্রতিটি নির্বাচনসহ উপজেলায় সকল স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচনে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত ও তার পরিবার এবং বিএনপির সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী সমর্থিতরাই মুল প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকেন। এর ব্যতয় কখনো হয়নি। এই নির্বাচনেও এই দুই পরিবারের আর্শীবাদপুষ্ট প্রার্থীদের মধ্যেই লড়াইয়ের আভাস মিলছে।
আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বিশ্বজিৎ রায় ও বিএনপি মনোনীত অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী দুজনেই সাবেক তুখোড় ছাত্রনেতা। দুজনেরই রয়েছে ছাত্ররাজনীতির গৌরবোজ্জল ইতিহাস। ছাত্রলীগ ও ছাত্রদলের মাধ্যমে উভয়ের রাজনীতিতে হাতেখড়ি। বিশ্বজিৎ রায় পারিবারিকভাবেই আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তাঁর ভাই প্রদীপ রায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। বিশ্বজিৎ রায় দিরাই সরকারি কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগ মনোনীত সাবেক ভিপি। তিনি উপজেলা ও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। পৌরসভার ৭ নং ওয়ার্ড থেকে তিন বার কাউন্সিলর নির্বাচিত হয়ে দুই বার প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন।
অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী দিরাই পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি। দুঃসময়ে এলাকায় ছাত্রদলকে সংগঠিত করতে কাজ করেছেন তিনি। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের প্রাক্কালে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে গিয়ে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার হয়ে দেড়মাস কারাভোগ করেন।
উল্লেখ্য, দিরাই পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেখ তারিখ পহেলা ডিসেম্বর, বাছাই ৩ রা ডিসেম্বর, প্রত্যাহার ১০ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১১ ডিসেম্বর। ২১ হাজার ৩৭৯ জন ভোটার ২৮ ডিসেম্বর ভোটারাধিকার প্রযোগের মাধমে তাদের নতুন অভিভাবক নির্বাচিত করবেন। নির্বাচনে এ পর্যন্ত জাতীয় পার্টি থেকে অনন্ত মল্লিক, জমিয়ত থেকে হাফিজ মাওলানা লোকমান আহমদ ও স্বতন্ত্র প্রার্থী রশীদ মিয়া প্রতিদ্ব›দ্বীতা করবেন বলে জানা গেছে।