রাজনীতি

নৌকা প্রতীকের সমর্থনে দিরাই আওয়ামীলীগের সভা

নিজস্ব প্রতিবেদক :: আসন্ন দিরাই পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বিশ্বজিৎ রায় বলেছেন, নৌকা উন্নয়ন অগ্রগতির প্রতীক। নৌকা স্বাধীনতার প্রতীক। নৌকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার প্রতীক। তাই নৌকা প্রতীককে বিজয়ী করে দিরাই পৌরসভার উন্নয়নকে এগিয়ে নিতে হবে। দিরাই পৌরসভাকে একটি আধুনিক দৃষ্টিনন্দন পৌরসভায় রুপান্তর ও পৌরবাসীর শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে দলীয় প্রার্থী হিসেবে আমি আপনাদের দোয়া, আর্শীবাদ, সহযোগিতা কামনা করি। মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়ায় কেন্দ্রীয় আওয়ামীলীগ ও স্থানীয় আওয়ামীলীগ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশ্বজিৎ রায় আরও বলেন, কেন্দ্রে পাঠনো উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবনায় আমি ছাড়াও আরও দুজনের নাম ছিল। বর্তমান মেয়র মোশাররফ মিয়া ও আওয়ামীলীগ নেতা আসাদ উল্লাহ দুজনেই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। আসাদ উল্লাহ সাহেব আজকে এই সভায় উপস্থিত আছেন। আমি আপনারা দুজনের ছোটভাই এবং সন্তানতুল্য। আমি আপনাদের ও আওয়ামীলীগ পরিবারকে নিয়ে জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকার বিজয়ে কাজ করতে চাই। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামী ২৮ ডিসেম্বর দিরাই পৌরসভায় নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে বলে আমি আশাবাদী।

সোমবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে দিরাই পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত সভায় বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।

দিরাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়ার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশীদ মিয়া, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লা, মুক্তিযোদ্ধা আজাদ মিয়া, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ওয়াহাব আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ২ নং ওয়ার্ড সভাপতি নির্মল রায়, সাধারণ সম্পাদক শংকু সরকার, ৩ নং ওয়ার্ড সভাপতি গৌছ মিয়া, সাধারণ সম্পাদক নিত্য গোপাল রায়, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা তছদ্দর চৌধুরী, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হীরেন্দ্র দেবনাথ, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি প্রশান্ত রায়, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শেকুল মিয়া, যুবলীগ নেতা ফারুক সরদার, লালন মিয়া, কলিম উদ্দিন, দেবাশীষ রায় রিংকু, অনুপম চৌধুরী, কামরুজ্জামান, কামনাশীষ রায়, সরোয়ার আহমদ, রাহাত মিয়া রাহাত, জুয়েল মিয়া, কনিক চৌধুরী, বেলাল মিয়া, কোহিনুর মিয়া, সাইদুর মিয়া, রাহিনুর মিয়া, বাপ্পী হাসান, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল উসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বিশু, শ্রমিক লীগ নেতা মুজিবুর রহমান, কফিল উদ্দিন, ছাত্রলীগ নেতা পারভেজ রহমান, সোহেল মিয়া, আফজাল আহমদ, রাজীব রায়, সৌরভ চৌধুরী, সজীব নুর প্রমুখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap