দিরাই পৌরসভা নির্বাচনে মনোনয়ন বৈধ হল যাদের
নিজস্ব প্রতিবেদক :: দিরাই পৌরসভা নির্বাচনে মনোনয়ন জমাদানকারী ৮ মেয়র প্রার্থীর সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৪০ জন কাউন্সিলর ও ১৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলরের মধ্যে ৪৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। হলফনামায় স্বাক্ষর না থাকায় বাতিল হয়েছে কাউন্সিলর পদে দাখিল করা ৬ প্রার্থীর মনোনয়ন। তবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দিরাই উপজেলা নির্বাচন অফিসার মো. এমদাদুল হক জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত বিশ্বজিৎ রায়, বিএনপি মনোনীত অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মোশাররফ মিয়া, বিএনপির বিদ্রোহী প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত হাফিজ মাওলানা লোকমান আহমদ, জাতীয় পার্টি মনোনীত অনন্ত মল্লিক, স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিক ও রশিদ মিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. মুরাদ উদ্দিন হাওলাদার।
কাউন্সিলর পদে যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেন, ১ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মিয়াধন মিয়া (হাজী ইদন মিয়া), মো. আবুল খয়ের, আশরাফ আহমেদ, ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, নুরুল হক, মো. জিয়াউর রহমান, মোহাম্মদ তাজ উদ্দিন, ৩ নং ওয়ার্ডে মুর্শেদুর রহমান আঙ্গুর, মো. নুরুল হক মিয়া, মো. রেজাউল করিম, রঞ্জু রায়, হরিধণ রায়, ৪ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোহাম্মদ মফিজুর রহমান তালুকদার, জুয়েল মিয়া, মো. মিজানুর রহমান, ৫ নং ওয়ার্ডে জিলাল মিয়া, মুজিবুর রহমান, মো. আকমল হোসেন, মো. এনামুল হক, রবীন্দ্র বৈষ্ণব, ৬ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ইয়াহিয়া চৌধুরী, জগৎ জ্যোতি তালুকদার, বর্তমান কাউন্সিলর পংকজ পুরকায়স্থ, মো. শাহজাহান সিরাজ, হোসেন আলী আকন্দ, ৭ নং ওয়ার্ডে গাজী মো. রুহিনুর রহমান, নীলাদ্রি রায়, লিটন রায়, ৮ নং ওয়ার্ডে মো. আবুল কাশেম, মো. শফিক মিয়া, রফিকুল হক, ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. সবুজ মিয়া, মো. বাচ্চু মিয়া তালুকদার, মো. লিয়াকত মিয়া, মো. শাহজাহান মাহমুদ, মো. হেলাল আহমদ।
এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে খোশনামা বেগম, সাহার বানু, ২ নং ওয়ার্ডে মিনতি রানী রায়, মোছা. হেলেনা বেগম, সোনারা বেগম, ৩ নং ওয়ার্ডে মাধবী দে, মোছা. শামীমা পারভীন নাজমা, মোছা. হেলেনা বেগম, মোছা. হালিমা বেগম, সুমিতা দেবী, অনিতা দেবী নাথের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আগামী ২৮ ডিসেম্বর দিরাই পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।