দিরাইয়ে দুর্বৃত্তের আগুনে কৃষকের ঘর ভস্মীভূত
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে দুর্বৃত্তের দেয়া আগুনে কৃষকের বাংলোঘর পুড়ে ছাই হয়েছে। শুক্রবার ভোররাতে উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে ওই ঘরে থাকা ৩০ মন ধান, ঘর তৈরীর কাঠ, আসবাবপত্র ও কৃষি উপকরণ পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এসময় বাংলোঘরের একপাশে গোয়ালঘরে বেঁধে রাখা তিনটি গরুর শরীরের বেশ কিছু অংশ আগুনে পুড়ে যায়। ঘরগুলো ঘর থেকে ছাড়াতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে কৃষক ইকবাল হোসাইন আহত হন। আগুনে তার হাতের কয়েকটি আঙ্গুল ও শরীরের কয়েক স্থান পুড়ে গেছে। আহত কৃষক ইকবাল হোসাইন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি পুকিডহর গ্রামের শফিকুল ইসলাম কাঁচা মিয়ার পুত্র।
আহত ইকবাল হোসেন জানান, বাংলোঘর সংলগ্ন বসত ঘরে আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ঠাসঠাস শব্দ শুনে আমার ঘুম ভাঙ্গে। পরিবারের লোকজন ঘরের বাইরে এসে দেখি আগুনে আমাদের বাংলোঘর পুড়ছে। এসময় ঘরের একপাশে দাঁড়ানো কয়েকজন যুবক আমাদের দেখে দৌড়ে পালায়। আমরা তাদের পিছু পিছু ধাওয়া করলেও তারা পালিয়ে চলে যায়। তাদের চিনতে পারেননি জানিয়ে ইকবাল হোসাইন অভিযোগ করে বলেন, কেউ আমাদের ক্ষতি করার উদ্দেশ্যে আগুন লাগিয়ে দিয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।