দিরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’ এর বর্ষপূর্তি পালন করা হয়েছে। গতবছরের ৪ ডিসেম্বর দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।এলাকার কিছু স্বপ্নবাজ তরুনদের প্রচেষ্টায় প্রতিষ্ঠা হয় স্বজনের। শুরু থেকেই বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে এলাকায় প্রশংসা কুড়িয়েছে স্বজন।
শুক্রবার (৪ ডিসেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী ও সংগঠনের উপদেষ্টা জানে আলমের জন্মদিন উপলক্ষে দুপুরে দিরাই উপজেলা সদর এতিমখানার এতিম শিশুদের মধ্যাহ্নভোজ, বিকালে কেক কাটেন সংগঠনের সদস্যবৃন্দ। এরপর রাতে পথশিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোস্তাহার মিয়া মোস্তাক, মিজানুর রহমান পারভেজ, মামুন অর রশিদ মুমন, মহিবুর মুন্না, মনসুরুজ্জামান শেখ ইমন, তুহিন আহমেদ, মুজাক্কির আহমেদ, জাহেদ আহমেদ, আকাশ তালুকদার ফাহিম আহমেদ, আলী জাহান মঈন উদ্দিন, রুবেল, নয়ন বর্মন, রিয়াজ আহমেদ, ফারহান আহমেদ, শহিদ আহমেদ সহ প্রমুখ।
সংগঠনের অন্যতম উপদেষ্টা প্রবাসী মোঃ রিংকু চৌধুরী বলেন, এলাকাবাসীর সহযোগিতায় অতীতের ন্যায় ভবিষ্যতেও স্বজনের সমাজসেবামুলক কার্যক্রম অব্যাহত থাকবে।