দিরাইয়ে ৫ দিনব্যাপী সবজি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রবিনুর আহমেদ, দিরাই :: সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় ৫ দিনব্যাপী শাক-সবজি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত উপজেলার করিমপুর ইউনিয়নের নতুন কর্নগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সূর্যমুখী যুব সংঘ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বজিৎ রায় মিঠু, রেনু মিয়া, জাহেদুল হক জাহেদ, সূর্যমুখী যুব সংঘের সভাপতি সদরুল ইসলাম, আলী হোসেন তালুকদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, আব্দুল আলী, আব্দুল মালিক, কোয়াজ আলী, অনিন্দ্র দাস, মনাই মিয়া, জিয়াউর রহমান, জামিল হোসেন, মিজানুর রহমান, ফখর উদ্দীন তালুকদার , কুতুব উদ্দীন, জুনায়েদ, নয়ন দাস প্রমুখ।