দিরাই পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক :: আসন্ন প্রথম ধাপের পৌর নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১১ টা থেকে বেলা সাড়ে ৩ টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রির্টানিং ও জেলা নির্বাচন অফিসার মো. মুরাদ উদ্দিন হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন, সহকারী রির্টানিং ও উপজেলা নির্বাচন অফিসার মো. এমদাদুল হক। রির্টানিং কর্মকর্তা মো. মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, এ নির্বাচনে দলীয়ভাবে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বিশ্বজিৎ রায় এবং বিএনপি সমর্থিত প্রার্থী মো. ইকবাল হোসেন চৌধুরী পেয়েছেন ধানের শীষ প্রতীক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মোশাররফ মিয়া পেয়েছেন জগ প্রতীক। দলীয়ভাবে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা লোকমান আহমদ খেজুর গাছ প্রতীক ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অনন্ত মল্লিক লাঙ্গল প্রতীক পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম সফিক হেলমেট প্রতীক, আব্দুল কাইয়ূম চামচ প্রতীক ও মো. রশিদ মিয়া মোবাইল ফোন প্রতীক পেয়েছেন। এদিকে প্রতীক বরাদ্দের পর পৌর এলাকায় শুরু হয়েছে প্রচারণার প্রস্তুতি। ছাপাখানাগুলোতেও ভিড় পড়ে গেছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৩৭৯ জন। আগামী ২৮ ডিসেম্বর এই পৌরসভায় ভোট গ্রহণ হবে।