বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে দিরাইয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :: ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই শ্লোগান নিয়ে মহান স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ও জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখার প্রত্যয়ে সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সর্বস্থরের সরকারি কর্মকর্তা- কর্মচারীদের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর ইকবাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমুখ।