সারাদেশ

দিরাইয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টা, লম্পটকে আটক করে পুলিশে দিল জনতা

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টাকালে স্থানীয় জনতা হাতেনাতে আটক করেছে লম্পটকে। এরপর দিরাই থানা পুলিশ খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই লম্পটকে আটক করে থানায় নিয়ে আসে। লম্পট ধর্ষক উপজেলার রাজানগর ইউনিয়নের গুচ্ছ গ্রামের মারফত মিয়ার ছেলে কাবিল মিয়া (৩৫)। সে দুই সন্তানের জনক। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে ওই ধর্ষককে আসামী করে রবিবার দিরাই থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দিরাই থানা পুলিশ ও মামলার বিবরনে জানা যায়, শনিবার সন্ধ্যার পর প্রতিবন্ধী কিশোরী ঘরে একা ছিল। খালি ঘরে ডুকে দরজা বন্ধ করে দুই সন্তানের জনক ধর্ষক কাবিল মিয়া বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় বাকপ্রতিবন্ধী কিশোরীর ভাই বাড়ির সামনে থেকে জোরজবরদস্তি ও গোঙানির শব্দ শুনতে পেয়ে দরজা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করে। ঘটনা দেখার পর লম্পটকে ঝাপটা দিয়ে ধরে ফেলে। এসময় ধর্ষক কিশোরীর ভাইকে লাথি মেরে পালিয়ে যেতে চেষ্টা করে। তখন কিশোরীর ভাইয়ের চিৎকার চেচামেচিতে আশপাশের লোকজন উপস্থিত হয়ে লম্পটকে আটক করে। এক পর্যায়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। দিরাই থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই ভিকটিমসহ আসামীকে থানায় নিয়ে আসে। কিশোরীর পিতা বাদি হয়ে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন। ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap