রাজনীতি

নির্বাচিত হলে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতার ব্যবস্থা করব- মেয়র প্রার্থী সফিকুল ইসলাম

দিরাই প্রতিনিধি :: দিরাই পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী, দিরাই পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী সফিকুল ইসলাম সফিক বলেছেন, পৌরবাসীর ভোটে মেয়র নির্বাচিত হলে পৌরসদরের প্রত্যেক ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতগণের জন্য ভাতার ব্যবস্থা করবো। মাদক, জুয়া, সন্ত্রাসমুক্ত পৌরসভা গঠনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। দিরাই পৌরসভাকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে তুলবো। যোগাযোগ, ড্রেনেজ, স্বাস্থ্য, শিক্ষাখাতে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ২৮ ডিসেম্বর হেলমেট প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

সোমবার বিকেলে ও রাতে পৌরসভার ৫ নং ওয়ার্ডের ঘাগটিয়া ও শুকুরনগর গ্রামে পৃথক উঠান বৈঠকে বক্তব্যে এবং বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মেয়র প্রার্থী সফিকুল ইসলাম সফিক।

ঘাগটিয়া গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপত্বিত করেন, মুক্তিযোদ্ধা আক্কাস আলী। পরিচালনায় করেন, জুয়েল মিয়া। বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সভাপতি তাজুল ইসলাম, দিলোয়ার হোসেন, সুজন মিয়া, এমরান হোসেন, সুলতান মিয়া, ওয়ারিছ উল্লা, আব্দুল কাদির, আব্দুস সালাম।

এছাড়া শুকুরনগর গ্রামে আকাশ রঞ্জন খোকা উঠান বৈঠকে সভাপত্বিতে করেন। সভা পরিচালনায় ছিলেন, সমর তালুকদার। বক্তব্য রাখেন প্রফুল্ল বৈষ্ণব, পবলো বৈষ্ণব, পিন্টু দাস, সুজন, রাসেন্ড, মোমেন মিয়া, মিটু, জুনেদ, সালেক, সমিরন, রিংকু প্রমুখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap