দিরাইয়ে হাওর রক্ষা বাঁধের কাজের উদ্বোধন
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে পানি উন্নয়ন বোর্ডের হাওর রক্ষা বাঁধের মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার চাপতির হাওর উপ-প্রকল্পের পিআইসি নং- (৭) এ মাটি কাটা শুরুর মধ্য দিয়ে উপজেলায় হাওর রক্ষা বাঁধের মেরামত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও কাবিটা স্কীম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মো. সফি উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রিপন মাহমুদ, ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, ইউপি সদস্য নুর আলম ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা। উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ জানান, উপজেলার হাওর রক্ষা বাঁধের জরিপ কাজ সম্পন্ন করে ১১৫ টি প্রকল্পের প্রস্তাব জেলায় পাঠানো হয়েছে। আগামী (২১ ডিসেম্বর) পর্যন্ত পিআইসি করতে ইচ্ছুক কৃষকদের নিকট থেকে আবেদন গ্রহণ করা হবে। এরপর উপজেলা কমিটির যাচাই-বাছাই শেষে প্রকল্প বাস্তবায়ন কমিটি চুড়ান্ত করা হবে।