সারাদেশ

দিরাইয়ে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বহিরাগত ও স্থানীয় হিজড়াদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই পৌরসদরের বাজার এলাকার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় হিজড়াদের সাথে সুনামগঞ্জ জেলা শহরের হিজড়াদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে পৌর শহরের বালুর মাঠ ও ব্যস্ততম থানা পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি প্রাইভেট কারযোগে সুনামগঞ্জ জেলা শহর থেকে একদল হিজড়া থানা পয়েন্ট এলাকায় এসে স্থানীয় হিজড়াদের খোঁজ করতে থাকে। একপর্যায়ে বালুর মাঠ এলাকায় স্থানীয় হিজড়া সাজ্জাদ ও তার দুই সঙ্গীকে পেয়ে বেধরক মারধর করে সুনামগঞ্জের হিজড়ারা। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে মারামারি বন্ধ হয়। সুনামগঞ্জের হিজড়ারা বালুর মাঠ থেকে থানা পয়েন্টে চলে আসে। কিছুসময় পর সাজ্জাদের নেতৃত্বে স্থানীয় হিজড়ারা সংগঠিত হয়ে থানা পয়েন্টে সুনামগঞ্জের হিজড়াদের উপর হামলা চালায়। দুপক্ষের সংঘর্ষে সুনামগঞ্জের সুমন কালা, প্রিয়াংকা, দিরাইয়ের সাজ্জাদ ও নির্মল আহত হয়।

আহত প্রিয়াঙ্কা জানায়, দিরাইয়ের হিজড়ারা গুরু মানে না। সুনামগঞ্জ জেলা হিজড়া কল্যাণ সমিতি নামে একটি সংগঠন রয়েছে। সংগঠনে এরা টাকা দেয় না। দিরাই আমাদের এলাকা। বিষয়টি নিয়ে আলোচনা করতে এসে তাদের মারধরের শিকার হয়েছি। আমাদের সভাপতি সুমন কালাও আহত হয়েছেন।

আহত সাজ্জাদ জানান, এরা সংগঠনের নামে চাঁদাবাজি করে বেড়ায়। টাকা দিতে আমাদের চাপ দেয়। আমরা রাজী না হওয়াতে আজ আমাদের এলাকায় এসে হামলা চালিয়েছে। তিনি বলেন, আমাদের এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে ভিক্ষা নিয়ে আমরা পেট চালাই, তাদের কেন টাকা দিব।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap