দিরাইয়ে ‘গানের গলার খোঁজে’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে ‘গানের গলার খোঁজে’ প্রতিযোগিতার পুরষ্কার বিতরন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৪ টায় দিরাই শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পুরস্কার বিতরণ করা হয়। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নারায়ন দাসের সভাপতিত্বে ও গণমাধ্যমকর্মী সঞ্জয় কুমার রায়ের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, প্রধান শিক্ষক অসীম রায় চৌধুরী, সমাজকর্মী শান্ত সাগর দাস, সুজাত চৌধুরী, মিন্টু পুরকায়স্থ, মকবুল মিয়া, জীবন সূত্রধর, অমিত চন্দ জয়, দিদার রহমান প্রমুখ। অনলাইন নিউজ টুয়েন্টিফোর আয়োজিত এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন, মম পুরকায়স্থ, দ্বিতীয় স্থান মৃন্ময়ী রায় মীম ও তৃতীয় স্থান মানস পুরকায়স্থ মিষ্টু। এছাড়া অংশগ্রহণকারী ৪৭ জন প্রতিযোগীকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।