নিজস্ব প্রতিবেদক :: ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের উপস্থিতিতে ভোটগ্রহণের দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা বিষয়ক বিফ্রিংয়ে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত প্রথম ধাপের পৌরসভা নির্বাচন গুরুত্বপূর্ণ বিষয়। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে দায়িত্বপ্রাপ্ত সকলকে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে হবে। নির্বাচনে কোন ধরণের শৈতল্য যেন না থাকে। জনগণের কাছে ভোট গ্রহণযোগ্য হতে হবে। সকল প্রিজাইডিং কর্মকর্তাদের টিম ম্যানাজার হিসেবে দায়িত্ব পালন করতে হবে। সুন্দর সর্বাত্মক ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য প্রশাসন নির্বাচন কমিশনের কাছে দায়বদ্ধ। রোববার দুপুরে দিরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মো. সফি উল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত ব্রিফিংয়ে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, নির্বাচন শান্তিপূর্ন ও গ্রহণযোগ্য করতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বিঘেœ সকল ভোটারগণ যাতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এজন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে। পুলিশের কাজে কোন ধরণের গাফিলতি যেন না থাকে। এ সময় ছিলেন, সুনামগঞ্জ জেলা রির্টানিং ও নির্বাচন কর্মকর্তা মো. মুরাদ উদ্দিন হাওলাদার, সহকারী রির্টানিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক প্রমুখ। উল্লেখ্য, দিরাই পৌরসভা নির্বাচনে ৬১ জন মেয়র কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন। এর মধ্যে মেয়র ৮, সংরক্ষিত ১৩ ও সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন। মোট ২১ হাজার ৩৭৯ জন ভোটার ভোটারাধিকার প্রয়োগ করবেন।