দিরাইয়ে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সভা

দিরাই প্রতিনিধি :: বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি দিরাই উপজেলা কমিটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) বেলা ১১ টায় মাস্টার অপটিক্যাল এন্ড লাইব্রেরীতে এই সভা অনুষ্ঠিত হয়। দিরাই উপজেলা শাখা পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি আব্দুল মতিন সর্দারদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভ্র কান্তি রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা আতহার আলী, কাজী, মাওলানা ফিরোজ আলী, সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সাংগঠনিক সম্পাদক রুকনুজ্জামান জহুরী, অর্থ সম্পাদক মাওলানা একরাম হোসেন, দপ্তর সম্পাদক মাইকেল রায়সহ দিরাই উপজেলা শাখার সদস্য ও বাংলাদেশ পুস্তক প্রকাশক কোম্পানির প্রতিনিধিবৃন্দ। আলোচনা সভায় ২০২১ সনের পুস্তক সমিতির নিতিমালা অনুযায়ী পুস্তক ক্রয় ও বিক্রয়ের আইন মেনে চলার আহ্বান জানানো হয়। এছাড়া ২০২০ ইংরেজী সনের বার্ষিক আয় ব্যয়ের হিসাব সদস্যদের অবগত করা হয়।