দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

দিরাই প্রতিনিধি : দিরাইয়ে র্যালি, আলোচনাসভা, স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, স্কুল কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ ও সংবর্ধণা প্রদান, বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচী পালন করেছে। সুর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। এরপর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীর নেতৃত্বে উপজেলা পরিষদ, ইউএনও মো. সফি উল্লাহ’র নেতৃত্বে উপজেলা প্রশাসন, মেয়র মোশাররফ মিয়ার নেতৃত্বে পৌরসভা, ওসি কে এম নজরুলের নেতৃত্বে দিরাই থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের নেতৃত্বে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনের নেতৃত্বে প্রেসক্লাব, সভাপতি ইয়াহিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদের নেতৃত্বে অনলাইন প্রেসক্লাব, সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাসের নেতৃত্বে উপজেলা খেলাঘর, প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাশেম চৌধুরীর নেতৃত্বে ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদসহ বিভিন্ন সংগঠন স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এসব কর্মসূচিতে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, রিপা সিনহা, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, আরএমও ডাঃ সুমন রায় চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, অনলাইন প্রেসক্লাব সভাপতি ইয়াহিয়া চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনসহ মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।