দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিরাই উপজেলা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে র্যালি আলোচনা সভা ও কেক কাটা হয়। বেলা ১১ টায় দিরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে । র্যালি শেষে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমানের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সজীব নূরের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সাবেক সমাজকল্যাণ সম্পাদক আসাদ উল্লাহ, দিরাই পৌরসভার নবনির্বাচিত মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা মেরাজ মিয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ুন রশীদ লাভলু, দিরাই উপজেলা যুবলীগ নেতা মারফত মিয়া, সাংবাদিক জিয়াউর রহমান লিটন, কামরুজ্জামান, রেনু মিয়া, নবনির্বাচিত কাউন্সিলর আবুল কাশেম, জাহেদ চৌধুরী, দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক রাজীব রায়, মাহমুদুল হাসান মাসুম, সানু আহমদ, জাহাঙ্গীর চৌধুরী রিফাত, পুলক তালুকদার, সাজু তালুকদার, অভি রায়, ওমর ফারুক তপু, হাবিবুর রহমান, জাহেদ মিয়া, সুইটি সূত্রধর পূজা, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাবের আহমদ, বিজয়, সুজন হাজরা ভুট্টো, হোসাইন আহমদ, জিসান, আতিকুর রহমান। আলোচনা সভা শেষে কেক কাটেন নেতৃবৃন্দ।