দিরাইয়ে মুক্তিযোদ্ধা সুরুজ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে মুক্তিযোদ্ধা সুরুজ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বেলা ৩টায় দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজান ধল গ্রামে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ধল শাহী কবরস্থানে দাফন করা হয়।
কফিনে সালাম প্রদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রহমান মামুনের নেতৃত্বে দিরাই থানার এসআই রুপক কর্মকার ও দিরাই থানা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
জানাজা নামাযে অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা শফিক চৌধুরী, শাহ আবদুল করিমের পুত্র শাহ নুর জালাল, যুবদল নেতা আলী আহমেদ, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি রুপন মিয়াসহ এলাকার লোকজন।
এরআগে বুধবার (৬ ডিসেম্বর) উজান ধল নিজ বসত বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলী (৭৫)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ কন্যাসহ আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।